জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান (২০১৯) প্রথম বর্ষের ফল প্রকাশ আজ

অনার্স প্রথম বর্ষের ফলাফল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স প্রথম বর্ষের ফলাফল প্রকাশ হবে ০৬-০১-২০২০ তারিখ সন্ধ্যা ৭ টা বাজে অর্থাৎ আর কিছুক্ষণ পরেই। এই পরীক্ষায় ৩১টি বিষয়ে ৪ লক্ষ ৭২ হাজার ১ শত ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন যার প্রায় দেড় লক্ষ মানোন্নয়ন পরীক্ষার্থী। পরীক্ষায় পাশের হার ৮৯.৩০ শতাংশ। প্রকাশিত ফলাফল সন্ধা ৭টার পর থেকে মোবাইলে মেসেজের মাধ্যমে বা জাতীয় বিশ্ববিদ্যালয়-এর ওয়েবসাইট থেকে জানা যাবে।


মেসেজের মাধ্যমে জানার নিয়ম

মেসেজের মাধ্যমে রেসাল্ট জানতে নিচের স্ক্রিনশটের মতো করে NU<space>H1<space>XXXXXXXXX (আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি XXXXXXXXX এর জায়গায় বসাবেন) লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারটিতে। ফিরতি এসএমএসে আপনাকে আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

NU ওয়েবসাইট থেকে দেখুন

এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও জানা যাবে অনার্স প্রথম বর্ষের রেজাল্ট। ফলাফল জানতে এখানে ক্লিক করুন, এরপর রেজাল্ট অপশনে ক্লিক করে কোর্স অপশন থেকে Honours বেছে নিন। এবার এক্সাম রোল, রেজিট্রেশন নাম্বার ও বছর বেছে নিন এবং ক্যাপচা পূরণ করে সাবমিট করুন (সার্ভার ডাউন থাকার কারনে ফলাফল পেতে একটু অসুবিধা হতে পারে)।

বিকল্প পোর্টাল


সার্ভার ডাউন থাকলে আপনারা এখান থেকেও রেজাল্ট দেখতে পারবেন। Honours Fisrt Year সিলেক্ট করে রেজিট্রেশন নাম্বার ও সাল বসিয়ে Search Result বাটনে ক্লিক করলেই নতুন উইন্ডোতে রেজাল্ট ওপেন হবে।
পড়াশোনা বিষয়ক তথ্য পেতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে। এছাড়াও পড়াশোনা বিষয়ক পোষ্ট পেতে পড়াশোনা বিভাগ দেখুন।
পরবর্তী পোষ্ট পূর্ববর্তী পোষ্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url
airdrop logo

CATS Official Airdrop Is Here!