গোপনতা নীতি


টেক লিজন বিডি ব্লগ/ওয়েবসাইট এ এক্সেস ও ব্যবহারের মাধ্যমে আপনি নিচের তথ্যগুলো সম্পর্কে অবগত রয়েছেন বলে আমরা ধরে নিচ্ছি।

প্লাটফরম :

টেক লিজন বিডি ব্লগার দ্বারা নির্মিত প্রযুক্তি বিষয়ক ব্লগ। এটি বাংলা ভাষায় প্রযুক্তি সেবা প্রদানের উদ্দেশ্য তৈরি করা হয়।

লগ ডাটা :

টেক লিজন বিডি ব্যবহারকারীদের কোন প্রকার লগ ডেটা সংরক্ষণ করে না বা সংরক্ষণ করতে অক্ষম। ৩য় পক্ষের কোনো সেবা যদি লগ ডেটা সংরক্ষণ করতে চায় তাহলে ব্যাবহারকারী নিজ দায়িত্বে পারমিশন দিবেন।

কুকিজ :

টেক লিজন বিডি ব্যবহারকারীদের সেরা ব্রাউজিং পারফরমেন্স দেওয়ার উদ্দেশ্য ৬০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ৭ দিনের পর্যন্ত ব্রাউজার কুকিজ সংরক্ষণ করতে পারে। উল্লেখ্য, এটি ব্লগার দ্বারা নিয়ন্ত্রিত। বিশেষ ক্ষেত্রে ব্রাউজার ক্যাশ পরিসেবা গ্রহন করা হয় যা সাইটে পুনরায় ভিজিটের সময় দ্রুত লোড হতে সহায়তা করে। টেক লিজন বিডি অন্য কোন সাইটের সংরক্ষিত কুকিজ কিংবা ক্যাশ ব্যবহারে অক্ষম।

কন্টেন্ট :

আমাদের ব্লগের সকল টেক্সুয়াল কন্টেন্ট সম্পূর্ণ কপি-পেস্ট মুক্ত, ক্ষেত্র বিশেষ উৎস উল্লেখ পূর্বক কিছু অংশ আংশিক বা অবিকল নকল থাকতে পারে। এছাড়া পোস্ট সম্পর্কিত চিত্র ও ভিডিও প্রকাশের ক্ষেত্রে তৃতীয় পক্ষ সাইট ব্যবহার করা হয় না। যদি কোনো কন্টেন্ট অসামঞ্জস্য কিংবা নকল বলে মনে হয়, সেক্ষেত্রে অতিসত্বর টেক লিজন বিডি টীমের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

শিশু নিরাপত্তা :

ব্লগটি সকল বয়সী ইন্টারনেট ব্যবহারকারীদের বান্ধব করে তুলার জন্য আমরা কাজ করছি এবং নিয়মিত মনিটাইজ করা হচ্ছে। । তবে, আপনি যদি আমাদের ব্লগটি মার্কিন যুক্তরাষ্ট থেকে ব্যবহার করে থাকেন এবং আপনার বয়স যদি ১৩ বৎসরের কম হয়, তাহলে এই সাইটটি ব্যবহার না করার জন্য পরামর্শ দিচ্ছি। কারণ আমাদের ব্লগটি COPPA (Children’s Online Privacy Protection Act) অনুসারে ১৩ বছরের কম বয়স্কদের ব্যবহারে অনুমতি প্রদান করে না।

কমেন্ট/মন্তব্য :

পাঠকের কাছে আমাদের আর্টিকেল কেমন লেগেছে তা জানার জন্য আমাদের কমেন্ট সেকশন সব পোস্টে উন্মুক্ত। পাঠকদের দেওয়া ফিডব্যাক আমাদের পোস্ট আপডেট ও নতুন পোস্ট তৈরিতে সাহায্য করবে। কমেন্টে অযাচিত লিখনি থাকলে তা অতিসত্বর মুছে ফেলা হয়।

এডাল্ট কন্টেন্ট :

টেক লিজন বিডি কোনো প্রকার এডাল্ট কন্টেন্ট প্রকাশ বা সমর্থন করে না। সেই সাথে অশ্লীল বা অযাচিত মন্তব্য কিংবা তৃতীয় পক্ষের কোনো পরিসেবা যেন সাইটে এডাল্ট কন্টেন্ট প্রকাশ না করে সেদিকে কড়া নজরদারি রাখছে।

ভাষা :

আমরা সবসময় মার্জিত বাংলা ভাষা ব্যবহার করার চেষ্টা করি এবং আঞ্চলিক উপভাষায় পোস্ট করা থেকে বিরত থাকি যেন যেকোন অঞ্চলের বাংলা ভাষার লোক এটি পড়তে পারে। এছাড়াও অশালীন শব্দ, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরূপ বাক্য ব্যবহার থেকে বিরত থাকি।

বিজ্ঞাপণ :

আমাদের পোস্টগুলো কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানে অপপ্রচার বা ভূল মূল্যায়নোর উদ্দেশ্যে করা হয় না, সব সময় সৎ রিভিউ দেওয়াই আমাদের লক্ষ্য। এছাড়া বিজ্ঞাপণ এরিয়ায় রিস্পন্সিভ বিজ্ঞাপণ ব্যবহার করা হয় যা আপনার ব্রাউজার কুকি ও সার্চ ডাটার উপর ভিত্তি করে দেখানো হয়।

এফিলিয়েট

টেক লিজন বিডিতে প্রকাশিত যেকল পোষ্টে এফিলিয়েট লিংক বা রেফারেল লিংক কিংবা কোড দেওয়া থাকে, অথবা যেসকল পোষ্টে ডিজিটাল কিংবা ফিজিক্যাল প্রোডাক্টের লিংক দেওয়া থাকে সেসব পোষ্টে স্পন্সরকৃত হ্যাশট্যাগ দেওয়া রয়েছে পোষ্টের শেষে।

টেক লিজন বিডি ব্লগটি গুগল ব্লগার দ্বারা নির্মিত ও পরিচালিত