জাতীয় বিশ্ববিদ্যালয় ইমপ্রুভমেন্ট পরীক্ষার নিয়ম (অনার্স+মাস্টার্স+ডিগ্রি)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের ও ডিগ্রীর শিক্ষার্থীদের জন্য ইমপ্রুভ দেওয়ার নিয়ম (Degree+Honours+Masters Improvment Exam) নিয়ে বিস্তারিত জানাতে আজকের এই পোষ্ট। ইমপ্রুভমেন্ট দেওয়ার নিয়ম ও শর্ত, সুবিধা, অসুবিধা ও আপনাদের জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর দিয়ে সাজানো হয়েছে পোষ্টটি। চলুন দেখে নেওয়া যাক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স, মাস্টার্স, ডিগ্রি শিক্ষার্থীদের ইমপ্রুভ পরীক্ষা দেওয়ার নিয়ম।
ইমপ্রুভমেন্ট পরীক্ষার নিয়ম
ডিগ্রী, অনার্স ও মাস্টার্সে ইমপ্রুভমেন্ট বা মানোন্নয়ন পরীক্ষা শুধু সেসব সাবজেক্টে দিতে পারবেন যেগুলোতে আপনার C গ্রেড বা এর নিচে রয়েছে। অর্থাৎ C+ কিংবা তার চেয়ে বেশি গ্রেড রয়েছে এমন সাবজেক্টে আপনারা মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবেন না।
C ও D গ্রেডের মানোন্নয়নঃ কোন বিষয়ে C এবং D গ্রেড পেয়ে পাশ করলে, মানোন্নয়ন পরীক্ষা না দিলে কোন সমস্যা হবে না, দিলে আপনার গড় পয়েন্ট বাড়তে পারে। তাই প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে অনেক ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
আপনি যদি মানোন্নয়ন করতে চান তবে পরের বার উক্ত বিষয়ে ইমপ্রুভ দেওয়ার জন্য ফরম ফিলআপ করতে হবে। প্রথম বার C/D গ্রেড প্রাপ্ত বিষয়ে পরবর্তীবার ফরমপূরন না করলে এর পরে পরবর্তীতে ঐ বিষয়ে আর ইম্প্রুভমেন্ট দেয় যায় না। এছাড়া, মানোন্নয়নের জন্য আপনারা একটি মাত্র সুযোগই পাবেন। তবে, ১ম বার C/D গ্রেড প্রাপ্ত বিষয়ে পরবর্তীবার ফরমপূরন করেও পরীক্ষায় অংশগ্রহন না করলে কিংবা অংশগ্রহণ করে ফেল করলে ঐ বিষয়ে পরবর্তীবার আবার ইম্প্রুভমেন্ট দেয় যায়।
F গ্রেড বা ফেলঃকোন বিষয়ের পরিক্ষায় অনুপস্থিত থাকলে তা F গ্রেড বা ফেল হিসাবে বিবেচ্য। এছাড়া ১০০ মার্কের পরীক্ষায় মোট ৪০ মার্কের নিচে পেলেও ফেল বলে বিবেচ্য। F গ্রেড পেলে বা অকৃতকার্য হলে পরবর্তী বার তা পুনঃরায় পরীক্ষা দিয়ে কৃতকার্য হতে হবে। রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ থাকাকালীন আপনি যতবার পাশ করবেন না ততবার উক্ত পরীক্ষা দিতে পারবেন। আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স রেজিষ্ট্রশন কার্ড ৬ বছর মেয়াদী থাকলেও বর্তমানে ১ বছর বাড়িয়ে ৭ বছর করা হয়েছে। ডিগ্রীর রেজিষ্ট্রেশন কার্ডের মেয়াদ ৬ বছর আর মাষ্টার্সের রেজিষ্টশন কার্ডের মেয়াদ ৩ বছর। ডিগ্রী, অনার্স কোর্স শেষ করার জন্য ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষ পর্যন্ত কোন বিষয়ে F গ্রেড রাখা যাবে না। F গ্রেড প্রাপ্ত বিষয়ে পুনঃরায় পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করলে পরবর্তীতে আর ইম্প্রুভমেন্ট দেয়া যাবে না, এমনকি C বা D গ্রেড পেলেও আর ইম্প্রুভমেন্ট দেয়া যাবে না।
ডিগ্রির ক্ষেত্রে ৩য় বর্ষের রেজাল্ট সহ মোট ২.২৫ (3rd Class) এর কম পেয়ে থাকে তাহলে পূর্বে শুধু যেসব বিষয়ে মানউন্নয়ে অংশগ্রহন করেন নাই ৩য় বর্ষের সর্বোচ্চ এমন ২টি বিষয়ের মান উন্নয়নের সুযোগ পাবে শিক্ষার্থী।
আপডেটঃ অনার্স ৪র্থ বর্ষ এবং মাস্টার্স শেষ পর্বে C/D গ্রেডে ইমপ্রুভ দেওয়া যাবে। অর্থাৎ, ফেল কৃত সাবজেক্ট এর সাথে অথবা শুধু C/D (যেকোনো ২টি) গ্রেডে ফরম ফিলাপ করে পরীক্ষা দেওয়া যাবে।
মানোন্নয়ন পরীক্ষার ফলাফল
মানোন্নয়ন দিয়ে কোনো বিষয়ে পূর্বের গ্রেড অপেক্ষা কম পেলে, সেক্ষেত্রে পূর্বের উচ্চতর গ্রেডটি গ্রহন করা হবে। আগে ইম্প্রুভমেন্ট দেয়া বিষয়ে সর্বোচ্চ B+ গ্রেডের সীমার নিয়ম রাখলেও তা এখন কার্যকর নয়, তাই এখন যা পাবেন তাই দিয়ে দেয়। তবে ইমপ্রুভমেন্ট এক্সামের ক্ষেত্রে কলেজ থেকে ইনকোর্স মার্ক পাঠানো হয় না, মানে আপনি প্রথমবার যা ইনকোর্সে পেয়েছেন তাই পাবেন। কোনো একটি পত্রে পাশ করতে খাতায় ও ইনকোর্সে মিলিয়ে ৪০% নম্বর পেতে হবে। কোনো বিষয়ের একাধিক পত্র থাকলেও সেগুলোতে আলাদা আলাদা পাশ করতে হবে।
ডিগ্রির ক্ষেত্রে কোন বিষয়ে (ফেল) F গ্রেড থাকলে তাকে ডিগ্রীর সনদ দেয় হবে না, অকৃতকার্য বলে গন্য হবে। তবে, অনার্সের ক্ষেত্রে মোট CGPA 2.00 থাকা সাপেক্ষে, কোন বিষয়ে (ফেল) F গ্রেড থাকলে তাকে ডিগ্রী (পাস) সনদ দেয় হবে।
ইমপ্রুভমেন্ট পরীক্ষার সুবিধা ও অসুবিধা
ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে আপনি আপনার জিপিএ ও সিজিপিএ বাড়াতে পারবেন। তবে এর অসুবিধাও আছে। ইমপ্রুভমেন্ট পরীক্ষার প্রিপারেশন নিতে গিয়ে আপনার বর্তমান বর্ষের পরীক্ষা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এছাড়া ৪র্থ বর্ষে এসে কোনো সাবজেক্টে ইমপ্রুভ দেওয়ার প্রয়োজন পড়লে আপনার ১টি বছর নষ্ট হবে।
ইমপ্রুভ পরীক্ষা নিয়ে জিজ্ঞাসা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইমপ্রুভ এক্সাম নিয়ে শিক্ষার্থীদের মনে অনেক প্রশ্ন জাগে, সেগুলো হতে কমন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তবে তার আগে উপরের পোষ্টটি ভালোভাবে একবার পড়ে নিন, এতে মোটামুটি সব প্রশ্নের উত্তর পাবেন। এবং এর বাহিরে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।ইমপ্রুভের ফরম ফিলআপ কত টাকা?
ফরম ফিলআপের খরচ কলেজ টু কলেজ ভ্যারি করে তবে সাধারণত ১০০০-১২০০ টাকার মতো বেসিক একটা এমাউন্ট থাকে আর পার সাবজেক্ট ২০০-৩০০ টাকার মতো করে যোগ হয়। অর্থাৎ ১ সাবজেক্ট ইমপ্রুভ ১৩০০-১৫০০ টাকার মতো পড়তে পারে, ২ সাবজেক্ট ১৫০০-১৮০০ এইভাবে বাড়ে।
ইমপ্রুভ পরীক্ষার ফরম পূরণ করতে কী লাগে?
অনালাইনে ফরম ফিলআপ করে যে কপি ডাউনলোড করেছেন তা, ১/২ কপি পাসপোর্ট সাইজ ছবি, আগের এডমিট কার্ডের কপি, রেজিষ্ট্রশন কার্ডের কপি লাগবে। এবং এই পুরো সেটের আরেকটা ফটোকপি সাথে রাবেন। তবে কলেজ অনুযায়ী এটি ভ্যারি করতে পারে। তাই ভালো হয় ফি আর কাগজের ব্যাপারে ডিপার্টমেন্টের অফিস সহকারীকে কল করে জিজ্ঞাস করে নিলে।
যদি C গ্রেড পাওয়া সাবজেক্টে ইমপ্রুভ দিয়ে ফেল করি বা অনুপস্থিত থাকি তাহলে কি কোনে সমস্যা হবে?
C গ্রেড পাওয়া সাবজেক্ট এ ফেল করলে বা অনুপস্থিত থাকলে পরবর্তী বছর আবার ফরম পূরণ করার সুযোগ পাবেন। আর পরবর্তী বছর আবার ফরম ফিলআপ না করতে চাইলে আগের C গ্রেড রয়ে যাবে।
যদি C গ্রেড পাওয়া সাবজেক্টে ইমপ্রুভ দিয়ে D পাই তাহলে চুড়ান্ত ফল কি হবে?
C গ্রেড হবে, ইমপ্রুভমেন্ট এক্সামের রেজাল্ট সবসময় বেশি গ্রেড যেটা থাকে সেটাই হয়।
একটা সাবজেক্টে সর্বোচ্চ কত বার ইম্প্রুভ দেওয়া যায়?
১ বারই ইমপ্রুভ দিতে পারবেন। যদি ইমপ্রুভ দিয়ে আবারও C বা D গ্রেড পান, তবেও না।
একসাথে কয় সাবজেক্টে ইমপ্রুভ দেওয়া যায়?
অনার্স প্রথম হতে চতুর্থ বর্ষ পর্যন্ত যেকোনো বর্ষে সর্বোচ্চ ২ বিষয়ে ইমপ্রুভের জন্য ফরম ফিলআপ করতে পারবেন। তবে এতে ফেল করা সাবজেক্ট গণনা হবে না।
C/D গ্রেড পাওয়া সাবজেক্টে একবার ইম্প্রুভ দিয়ে যদি আবার C/D পাই তাহলে কি আবারো ইমপ্রুভ দিতে পারবো ওই সাবজেক্টে?
না, পারবেন না। আগের প্রশ্নেই এর উত্তর আছে। ইমপ্রুভ পরীক্ষায় শুধু মাত্র ফেল বা অনুপস্থিত থাকলে আবার ইমপ্রুভ এক্সাম দিতে পারবেন।
ইমপ্রুভ পরীক্ষায় ফেল করলে কি করবেন?
ইমপ্রুভ পরীক্ষায় ফেল করলে পুনঃরায় ইমপ্রুভ পরীক্ষা দিতে পারবেন। তবে চেষ্টা করবেন তৃতীয় বর্ষের মধ্যে সব বিষয়ের ইমপ্রুভ শেষ করে ফেলার।
আশাকরি পোষ্টটিতে আপনাদের ইমপ্রুভমেন্ট এক্সাম দেওয়া সংক্রান্ত সব প্রশ্নের উত্তর পেয়েছেন, তারপরও কিছু জানার থাকলে কমেন্টে জানান, চেষ্টা করবো উত্তর দেওয়ার।
২০১১-১২ সেশনে ডিগ্রী পরীক্ষায় রেজাল্ট খারাপ ছিল।রেজিষ্ট্রেশন এর মেয়াদ অনেক আগে শেষ।এখন কি মানোন্নয়ন এর কোন সুযোগ আছে?
আপনি যদি রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার পর নবায়ন করেন তবে মানোন্নয়ন দিতে পারবেন। আপনার রেজিস্ট্রেশন এর মেয়াদ কোন বছর শেষ হয়েছে (কার্ডে পাবেন) তা দেখবেন। যেহেতু আপনি ১১-১২ সেশনের আপনার কার্ডের মেয়াদ ১৭ সালে শেষ হয়ে যাওয়ার কথা। মাঝখানে অনেক বছর গ্যাপ তাই নবায়নযোগ্য নয় আমার জানা মতে। আর রেজিস্ট্রেশন মেয়াদ বৃদ্ধির সম্পূর্ণ প্রক্রিয়া কলেজ নিয়ন্ত্রণ করে।
আসসালামুয়ালাইকুম ভাই
আমার একটা বিষয়ে F আছে
এমতাবস্থায় আমি রিটেক A গ্রেড পেলে কি এটাই দিবে নাকি B+ ছর বেশি দিবে না
দুঃখিত দেরি করে রিপ্লাই দেওয়ার জন্য। আপনি রিটেক দিলে A পেলে, রেজাল্টে A ই আসবে। অর্থাৎ যা পাবেন তাই আসবে। আগে সর্বোচ্চ B+ দেওয়া হতো তবে এখন সে নিয়ম থেকে সরে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এখন ৩য় বর্ষের পরিক্ষা দিয়েছি,
২য় বর্ষে কয়েকটা সাবজেক্ট ফেল ছিলো রেজাল্ট DওC আইছে। এই সাবজেক্ট গুলো কি আবার ইমপ্রোপ দিতে পারবো?
আসসালামুয়ালাইকুম ভাই
আমার একটা বিষয়ে F আছে
এমতাবস্থায় আমি রিটেক A গ্রেড পেলে কি এটাই দিবে নাকি B+ ছর বেশি দিবে না
আপনি কি ১০০% শিউর যে, F বা C/D গ্রেডের ইমপ্রুভ দিলে যত গ্রেড পাবে ততই দিবে? মানে সর্বোচ্চ B+ এর নিয়ম নেই?
আগে ছিলো, এখন নেই
আমার অনার্স ৩য় বর্ষের দুইটি বিষয়ে C গ্রেড আছে, ফরম পুরণ করেছি, একটি পরীক্ষা দিয়েছি,, আরেকটি পরীক্ষার কোনো প্রস্তুতি না থাকায় দিতে চাচ্ছি না। আমি যদি অনুপস্থিত থাকি সেক্ষেত্রে কি সাবজেক্ট টা ফেইল আসবে বা কোনো প্রকার ঝামেলা হবে?? অনেকে বলতেছে উপস্থিত থাকতে হবে, ফেওল হলেও আগের গ্রেড থাকবে, উপস্থিত না থাকলে ইয়ার গ্যাপ হবে। এখন করণীয় কি?? আগামীকাল আমার সেই পরীক্ষাটি, একটু উত্তর দেবেন। খুব টেনশন এ আছি।।
দুঃখিত ভাইয়া, আমার আসলে এখন আর ব্লগে রেগুলার টাইম দেওয়া হয় না। না, কোনে সমস্যা হবে না অনুপস্থিত থাকলে। অনুপস্থিত বা ফেল করে থাকলে আগের ফলাফল যা ছিলো তাই থাকবে।
ভাইয়া আমার সবই ইয়ার কমপ্লিট কিন্তু থার্ড ইয়ারের একটা সাবজেক্ট আমার F যতবারই পরীক্ষা দিচ্ছি বারেবারে আমার F এখন সেই ক্ষেত্রে কি কাজ আমি এই কয়েকদিন আগে আমি পরীক্ষা দিছি এখন জানিনা কি হবে রেজাল্ট আমার সেশন হচ্ছে পনের ষোল
যদি পরীক্ষায় ভালো লিখেও পাস না করেন এই ভিডিওটি দেখতে পারেন, আর এছাড়া পুনমূল্যায়ন করতে পারেন (যদি শিওর থাকেন) । আপনি সাবজেক্ট ও বিভাগ উল্লেখ করলে বুঝতে সুবিধা হতো। আর পাস মার্ক হিসেব করার সময় ইনকোর্সের মার্ক মাথায় রাখিয়েন না।
আর যদি পরীক্ষা খারাপ হয় তাহলে এখন থেকে পড়া শুরু করে দেন। সব অধ্যায় না পড়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ফুল কভার করেন + বাকি মোটামুটি গুরুত্বপূর্ণ অধ্যায় গুলোর সাজেশন অনুযায়ী কভার করুন।
আমি এখন ৩য় বর্ষের পরিক্ষা দিয়েছি,
২য় বর্ষে কয়েকটা সাবজেক্ট ফেল ছিলো রেজাল্ট DওC আইছে। এই সাবজেক্ট গুলো কি আবার ইমপ্রোপ দিতে পারবো?
জ্বি, পারবেন।
আমি গত বছর ৩য় বর্ষে একটি বিষয়ে D গ্রেড পেয়েছি এইবার ঐ বিষয়ে Improvement পরীক্ষা দিয়েছে কিন্তু আমার এ বছর পরীক্ষা ভালো হয় নাই আমি যদি ফেল করি আমার গত বছরের যে D গ্রেড পেয়ে পাশ করেছি তা কী ফেল হয়ে যাবে... আমি যেহেতু ৪র্থ বর্ষের পরীক্ষার্থী তাই টেনশন লাগছে। কারন যদি ইয়ার লস হয়
না, মানোন্নয়ন পরীক্ষায় কখনও গ্রেড কমে না। শুধু বাড়ে। অর্থাৎ ফেল করলে বা অনুপস্থিত থাকলে আগের গ্রেড বহাল থাকবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই।
৪র্থ বর্ষে রেজাল্ট হয়েছে। পাশ করেছি।রেজাল্ট ২.৮৯। ২য় বর্ষে একটি বিষয়ে C আছে ইমপ্রুভমেন্ট দিতে পারবো কী?
দুঃখিত, আমার জানা মতে পাস করে ফেললে আর রিটেক দেওয়া যায় না। তবু্ আমি মনে থাকলে পরে জেনে জানাবো।
রিটের পরীক্ষার প্রশ্নপত্র কি রেগুলার ছাত্র এর সাথে এক প্রশ্ন আসে না রিটেক পরীক্ষার আলাদা প্রশ্ন আসে
একই প্রশ্ন। আলাদা কোনো প্রশ্ন করা হবে যদি আপনার আর বর্তমানের শিক্ষার্থীদের আলাদা সিলেবাস হয়।
C+ এ ইমপ্রুভ দিতে পারবো????
সর্বশেষ নোটিশ অনুযায়ী শুধুমাত্র ৪র্থ বর্ষে যাদের F আছে তারা F গ্রেড সাবজেক্টের পাশাপাশি সর্বোচ্চ দুটি সাবজেক্টে C+ বা তার নিচে থাকলে ইম্প্রুভ দিতে পারবেন।
আস-সালা মুয়ালাইকুম ,আমি ১৯-২০ ডিগ্রি স্টুডেন্ট,২ য় বর্ষে একটা বিষয়ে ফেল আসছে। এটা পুনরায় কি দেওয়া যাবে? আমার আইডি কি মেয়াদ আছে? আর ২ য় বর্ষের পরীক্ষা টা এ বছরের কোন সময় হতে পারে জানাবেন বা ফর্ম পূরণ করবে নাগাদ হবে?
আপনার রেজিষ্ট্রেশনের মেয়াদ থাকার কথা। আর ডিগ্রি ২য় বর্ষের ফরম পূরণ কিছুদিন আগে শেষ। সামনে হয়তো জরিমানা সহ ফরমপূরণের সুযোগ দিবে। আর এর পরের ফরম পূরণ কবে আমি শিওর জানি না। যেহেতু আমি অনার্সের খবর রাখি বেশি
প্রথম বর্ষে কোনো সাবজেক্টে খারাপ হলে সেই ইম্প্রুভ পরীক্ষা কি পরের বছরই দিতে হবে নাকি এর পরেও দিতে পারবো?
পরের বছরই দিতে হবে, পরে আর দেওয়া যাবে না। অর্থাৎ ২২ এর এক্সাম দিলে ২৩ এর এক্সামে ইম্প্রুভ দিতে হবে
আমি ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষা দিয়েছি ১ বিষয়ে ফেল আসে সেই বিষয়ে ইমপ্রুভ দেওয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছি কিন্তু সমস্যার জন্য পরীক্ষা দিতে পারিনি
এখন কি করব বা কি হতে পারে
সামনের বার রিটেক দিবেন
আমি ১৬-১৭ সেশনের অনার্স কোর্সের সাবেক শিক্ষার্থী, ২য় বর্ষে একটা পরীক্ষায় আমার রেজাল্ট F ছিল, যা আমি পরবর্তীতে এর ইম্পূর্ভ দিয়ে ঠিক করিনি, এখন আমার টোটাল রেজাল্ট এই একটা F এর জন্য ফেইল। আমি কি ডিগ্রী পাস সার্টিফিকেট পাবো?
আসসালামু আলাইকুম অনার্স ৪র্থ বর্ষে অনিয়মিত পরীক্ষার্থীরা কি মানোন্নয়ন দিতে পারবে?
ধরুন আমি অনিয়মিত পরীক্ষার্থী(১৮-১৯ শিক্ষাবর্ষ)।এর আগে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষায় এটেন্ড করিনি। আমার যদি এইবার কোন একটি সাবজেক্টে C,D,C+ চলে আসে আমি কি পরেরবার ইমপ্রুব দিতে পারবো?
@১৮-১৯ সেশন, আপনার যদি ফেল থাকে তবে ফেল সাবজেক্টের সাথে সর্বোচ্চ ২ সাবজেক্ট ইম্প্রুভ দিতে পারবেন
@১৬-১৭ সেশন, ভাই আমি শিওর বলতে পারছি না। আপনি ফর্ম ফিলআপের সময় সাইটে লগিন করে দেখতে পারেন ফরম পূরণের অপশন আছে কিনা? আমি আসলে এ ব্যাপারে জানি না। দুঃখিত
আর যদি ডিগ্রি সার্টিফিকেট নিতে চান, তাহলে কলেজে যোগাযোগ করেন।
আসসালামুয়ালাইকুম
আমি ইব্রাহিম খলিল , জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সুনামগঞ্জ সরকারি কলেজ এর ডিগ্রী ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। আমি ১বর্ষের পরীক্ষা দিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয় এবং ২য় বর্ষ ৩য় বর্ষের পরীক্ষা দিয়ে সকল বিষয়ে পাশ করেছি । একটা বিষয় এর জন্য আমার পরিপূর্ণ রেজাল্ট আসেনি। আমি ১টি বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাব কি?
আপনার রেজিষ্ট্রেশনের মেয়াদ তো ২০১৯ সালেই শেষ। আপনি কি রেজিষ্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করেছিলেন?
আর রেজিষ্ট্রেশনের মেয়াদ বৃদ্ধি করলেও এত বছর থাকার কথা না। আপনি ডিগ্রী প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারেন নতুন করে।
আমি 2019-20 ব্যাচ এর৷ ২০২০ সালের ১ম বর্ষ পরীক্ষায় মাইক্রো ইকোনমিক্স বিষয়ে ফেল করি। ২০২১ সালে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিয়ে “D” গ্রেড পাই। কিন্তু এখনো আমার রেজাল্ট সমন্বয় হয়নি, রেজাল্টে এখনো ফেল দেখাচ্ছে। এর কারণ কী? এটি কি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হবে, নাকি আমাকে আবেদন করতে হবে?
খুব ভালো একটি প্রশ্ন করেছেন। দেখুন, আপনি কিন্তু ২০ সালে একটা এক্সাম দিছেন। আর ২১ সালে ইম্প্রুভ দিছেন। দুটো আলদা আলাদা সালের এক্সাম, তাই রেজাল্টও আলদা আলদা। আপনি যখন ৪র্থ বর্ষ শেষ করবেন তখন ফাইনাল রেজাল্টে আপনার ইম্প্রুভের মানগুলোই থাকবে। আপনাকে কিছু করা লাগবে না।
আমি ২য় বর্ষের c পাওয়া বিষয় তৃতীয় বর্ষে ইমপ্রুব না দিয়ে চতুর্থ বর্ষে দিতে পারব কি না..?
এখন পর্যন্ত যে নিয়ম বলবৎ আছে সে অনুযায়ী পারবেন না।
আমার ২০১৯-২০ সেশন, বোটানি। জাতীয় বিশ্ববিদ্যালয় এর সব বর্ষের সাবজেক্ট পাশ করলেও প্রথম বর্ষের দুইটি সাবজেট পাস করতে পারিনি। পরে রিটেক দিচ্ছি এবং যদি পাস করি তাহলে কি অনার্সের রিটেক রেজাল্ট এর সাথে দুই এক মাসের মধ্যে মোট cgpa রেজাল্ট আপডেট হবে?
না ১ বছর পর মোট CGPA রেজাল্ট আপডেট হবে? পরের ইয়ারের চতুর্থ বর্ষের রেজাল্ট সাথে???
রেজাল্ট যখন দিবে তখন তাদের সাথে রেজাল্ট পাবেন। আপনি ফাইনাল দিলে CGPA আপডেট হবে ৪র্থ বর্ষের রেজাল্ট দেওয়ার কিছুদিন পর।
ইম্প্রুভমেন্ট পরীক্ষার জন্য আবেদন করে আমি পরীক্ষায় দেইনি, তাহলে কি আমি পরের বছর আবার আবেদন করতে পারবো ওই বিষয় গুলোতে ?
পারা যাবে
ভাই, সি বা ডি গ্রেড প্রাপ্ত সাব্জেক্টে ইম্প্রুভমেন্ট পরিক্ষা দিলে সর্বোচ্চ b+ দেওয়ার নিয়মটা কি সত্যিই উঠে গেছে? মানে এখন কেউ ইম্প্রুভমেন্ট দিয়ে A+ পেলে, তাকে A+ ই দেওয়া হবে?
18-19 section amer 3 rd ki kicu karone not promote cilo to aber 3rd Exam dei 1 ta fali ase ai bar 3 rd 1 ta fali ami 4 th Year Exam dise viva hoy nai to ami er ki aber Exam dite parbo?
Ar amer reg card miyed ki ses hoye gice..
Ami ki korte pari plzz reply
জ্বি পারবেন। ৩য় বর্ষ ফরম পূরণের কার্যক্রম শুরু হওয়ার কথা, খোঁজ রাখেন। আর আপনি যদি কনফিডেন্ট থাকেন যে আপনার ভুল করে ফেল আসছে তাহলে ফলাফল চ্যালেঞ্জ করতে পারেন। আর যদি শিওর ফেল, সেক্ষেত্রে এখন থেকে প্রিপারেশন নিন। কারন ডিসেম্বরে এক্সাম হওয়ার কথা, খুব বেশি সময় পাবেন না
আমার প্রথম বর্ষ রসায়ন ফেইল,তিনবার পরীক্ষা দিয়া ফেললাম কিছু ই হলনা(আমার একই ক্লাসের আরও কয়েকজন, এই দশায়)
এখন আমি ফাইনাল ইয়ার দিলাম, ভাইবা বাকি।
এমতাবস্থায় শুনতাছি,একটা সাবজেক্ট তিনবারের বেশি পরীক্ষা দিলে ডিগ্রি এর সার্টিফিকেট দিবে এটা কি সত্যি?
নাকি আমার রেজিস্ট্রেশন ২৬ এ শেষ হবে এতদিনে আরও সুযোগ থাকলেএকবার পরীক্ষা দিতে পারবো?
দিতে পারবেন। রসায়ন সাজেশন ফলো না করে মেইম বই থেকে টপিক ধরে পড়েন, ইন-শা-আল্লাহ পাশ করবেন। সাজেশনগুলোতে রসায়নে অনেক ভুল। রসায়ন আনসার করার সময় যৌগগুলো ১০০/১০০ না হলে নাম্বার পাবেন না, ইভেন বন্ধনগুলোর এলাইনমেন্টেও কাট করে। তাই চেষ্টা করবেন ম্যাথ এবং প্রমান যেগুলো খুব গুরুত্বপূর্ণ ঐগুলা মেইনবই থেকে ভালো করে পড়বেন।
আমি এক সাবজেক্টে D পেয়েছি আবার সেই সাবজেক্টে ইম্প্রুভ দিয়েছি তো ফেলে এসেছে এর করনীয় কি আবার কি এক্সাম দেওয়া লাগবে না D থাকবে
চাইলে আবার ইম্প্রুভ দিতে পারেন। নাহলে D ই থাকবে। আমি বলবো আবার ইম্প্রুভ দেন। নাহলে পরে আফসোস করবেন
অনার্স 2019-20 সেশনের শিক্ষার্থীরা কত সাল পর্যন্ত পরীক্ষা দিতে পারবে
২৫ সেশন পর্যন্ত। তবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট আছে, বলা যায় মোটামুটি ২৭ সাল পর্যন্ত (মানে ২৭ সালে ২৫ এর এক্সাম হবে) দিতে পারবেন।
২০১৯-২০ সেশনের দ্বিতীয় বর্ষের পরীক্ষা ২০২৬-এ কি দেওয়া যাবে
জ্বি পারবেন
আমি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমার দ্বিতীয় বর্ষের একটা ইমপ্রুভমেন্ট আছে কিন্তু আমি দ্বিতীয় বর্ষে ইমপ্রুভমেন্ট দিবনা,, ফরম ফিলাপ করবো না।। চতুর্থ বর্ষে গিয়ে আমি দ্বিতীয় বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষাটা দিতে পারব???
না
আমি অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ২১- ২২ সেশনের আমার দ্বিতীয় বর্ষের একটা বিষয়ে ফেল আছে আমি ২২ -২৩সেশনের সাথে ফর্ম ফিলাপও করি নাই পরীক্ষাও দিব না।। আমি কি ২৩-২৪ সেশনের সাথে দ্বিতীয় বর্ষের ফেল করা সাবজেক্টে পরীক্ষা দিতে পারব ?? কতদিন পর্যন্ত পরীক্ষা দিতে পারব??
পারবেন না, ঝামেলা হবে পরে। কলেজে যোগাযোগ করেন।
আসসালামু'আলাইকুম,
মনে করেন ৪ টা রিটেক আছে, আমি দুইটাতে উপস্থিত হতে পারিনি বাকি ২ টা দিছি, এখন এই দুইটাতে যদি পাশ করি তাহলে কি রেজাল্ট আসবে? নাকি দুইটাতে অনুপস্থিত থাকার কারণে কোনোটারই রেজাল্ট আসবে না?
যে দুটো দিছেন, সেগুলোর আসবে, বাকি দুটোতে Absent দেখাবে
আমি ৪র্থ বর্ষে, আমার ৩য় বর্ষের ২টা বিষয়ে F আছে এবং ২টা বিষয়ে D আছে। এখন আমি ৩টা (২Fও১D)বিষয়েই ফরর্ম ফিলাপ করবো কিন্তু 2F ও 1D পরীক্ষা দিয়ে পরবতী বছরে কি আরেকটা 1D পরীক্ষা দিতে পারবো?
আবার যদি আমার ৪র্থ বর্ষের ফল প্রকাশ না হয় এর মধ্যেই যদি ৩য় বর্ষের ফর্মফিলাপের নোটিশ দিয়ে দেয় তখন কি ১D
দেওয়ার আর সুযোগ থাকবে?
নাহ
F এর সাথে D দুইটা কি ফরর্ম ফিলাপ করে রেখে দিয়ে F পরীক্ষা দিবো বাট 2D পরীক্ষা দিবো না। পরবর্তী বছরে কি আবার দিতে পারবো? বি:দ্র- অর্নাস ৪র্থ বষে আছি..
প্লিজ একটু জানাবেন, ফর্ম ফিলাপের সময় শেষ হয়ে আসচ্ছে..
হ্যাঁ পারবেন
আমি ২nd ইয়ার এ এক সাবজেক্ট এ এফ ছিলো এর পর ইমপ্রুভ দিয়েছি তারপর ও এফ আসলো ২nd বার ইমপ্রুভ এর জন্য ফর্ম ফিল আপ করেছি কিন্তু এক্সাম এ উপস্থিত থাকতে পারি নাই এখন কি আবার ইমপ্রুভ দিতে পারবো রেজিস্ট্রেশন এর মেয়াদ ২০২৫-২০২৬