আমাদের সম্পর্কে


বাংলা ভাষায় বিনামূল্যে বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমস্যার সমাধান, সেবা, সহায়তা, চর্চা ও প্রসার গড়ে তুলার উদ্দেশ্যে ২০১৫ সালের জুলাই মাস থেকে বিডি সাইবার জোন ব্লগের যাত্রা শুরু হয়, যা পরবর্তীতে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে টেক লিজন বিডি নামে পুনঃপ্রকাশ হয়। এটি একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ যাতে কোডিং, প্রোগ্রামিং, ব্লগিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অপারেটিং সিস্টেম, ফ্রিল্যান্সিং, ক্রিপ্টোকারেন্সি, পড়াশোনা-এর টিউটোরিয়াল সহ বিভিন্ন টিপ্স, ট্রিক্স, অ্যাপ্লিকেশনস ও গেমসের রিভিউ, ডাউনলোড, বিভিন্ন সাইটের রিভিউ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন প্রকাশ করা হয়।

এডমিনের কথা

অনেকটা শখের বশেই ২০১৬ তে নিজের প্রথম ব্লগ পোষ্ট প্রকাশ, এরপর থেকে সময়ে-অসময়ে ২-১ টা করে লেখা প্রকাশ করি। মূলতো কোডিং এর প্রতি আগ্রহ থেকেই ব্লগিং আসা, তখনও প্রোগ্রামিং এর অ আ ক খ জানতাম না। ব্লগের থিম কাষ্টমাইজ করাটাই অনেকখানি ব্যাপার ছিলো। এরমাঝে অনেক কিছুই শিখতে পেরেছি। বাংলায় লেখালেখির মাধ্যমে সেগুলো আপনাদের শেয়ার করার উদ্দেশ্যেই আমার ব্লগ "টেক লিজন বিডি"র প্রকাশ করি।

অনেকেই বলেন বাংলা ভাষায় ব্লগিং করে নাকি লাভ নেই!!! আমার মতে মাতৃভাষায় জ্ঞান চর্চায় ক্ষতি কিসে??

ব্লগের মূল বিষয়গুলো:



ব্লগ সম্পর্কিত লিংকস


ব্লগের অনান্য লিংকস