গ্রামারলি ইংরেজি রাইটিং টুল এক্সেটেনশন ক্রোমে ইনস্টল ও ব্যবহারের ছবিসহ বর্ণনা


ইংরেজি রাইটিং টুল গ্রামারলি (Grammarly) নিঃসন্দেহে সেসব ব্লগারদের জন্য আশীর্বাদ সরূপ যারা ইংরেজিতে ব্লগিং করতে চাচ্ছেন কিন্তু ভালো ইংরেজি পারেন না বিশেষ করে বানান ভুল, ব্যাকরণগত ভুল করেন বা নিজের ইংরেজিতে লিখার দক্ষতা সম্পর্কে সন্দিহান রয়েছেন। আপনি আপনার ব্যক্তিগত কম্পিউটার বা স্মার্টফোনে গ্রামারলি রাইটিং টুলসটি ব্যবহার করতে পারবেন। গ্রামারলির উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে - ইন্সট্যান্ট রাইটিং এসিসট্যান্ট, প্লেজিয়ারিজম (Plagiarism) খুঁজে বের করা, সিলেক্ট করা বা ডাবল-ক্লিকে শব্দের সংঙ্গা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ খুঁজে বের করা ইত্যাদি। এবং এর বেশিরভাগ সুবিধা আপনি ভোগ করতে পারবেন একদম বিনামূল্যে। এছাড়াও, মাইক্রোসফট অফিস এবং ও ক্রোম ব্রাউজারের জন্য রয়েছে গ্রামারলির এক্সটেনশন যা আপনাকে ব্রাউজারে লিখার সময় দেখিয়ে দিবে আপনার লিখার কোথায় ভুল রয়েছে। আরও জানতে ঘুরে আসতে পারেন Grammarly -এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে।
এছাড়াও একটু কষ্ট করে ফ্রিতে গ্রামারলি প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে পারবেন, তবপ আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে খুব সহজে গ্রামারলি এক্সটেনশন গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার করবেন এবং নির্ভুল ইংরেজি বাক্য / আর্টিকেল লিখতে পারবেন।

গ্রামারলি এক্সটেনশন যুক্ত করা

১. সবার প্রথমে, ভিজিট করুন Grammarly for Chrome -এ অথবা গুগলে সার্চ করতে পারেন "Grammarly extention from chrome"

২. এরপর Add to Chrome বাটনে ক্লিক করুন।


৩. কিছুক্ষন পর একটা পপআপ বক্স আপনাকে এড বাটনে ক্লিক করতে বলবে, ক্লিক করুন ৷

টিপ: স্ক্রল করলেই দেখতে পারবেন গ্রামারলি এক্সটেনশনটি সাপোর্ট করবে কিনা


৪. সফলভাবে ইন্সটল হলে নিচের স্ক্রিনশর্টের মত উইন্ডো আসবে।


5. যেকোনো সময় এক্সটেনশনটি রিমুভ করতে Remove From Chrome বাটনে ক্লিক করবেন।

গ্রামারলির ব্যবহার


যোকোনো এডিট বক্স অথবা এড্রেস বারের পাশ থেকে এডিটর ওপেন করেTAKE A QUICK TOUR বাটনে ক্লিক করুন।

NEXT বাটনে ক্লিক করুন।

আপনার ইচ্ছামত সেটিং করতে PERSONALIZE বাটনে ক্লিক করুন।

আমার সেটিং এর স্ক্রিনশট দিলাম, আপনি ব্রিটিশ বা আমেরিকান যে স্টাইলে লিখতে চান সেভাবে সেটিং করুন।

যেকোনো সাইন আপ পদ্ধতি ব্যবহার করে সাইন আপ করুন। আমি Continue with Email বেছে নিয়েছি। আপনারা চাইলে অন্য যেকোনো অপশন বেছে নিতে পারেন।
অভিনন্দন! আপনি আপনার ক্রোম ব্রাউজারটিতে সফলভাবে Grammarly এডিটর চালু করতে পেরেছেন :)



পাওয়ার আইকনের বাটনটায় ক্লিক করে আপনি নির্দিষ্ট সাইটের জন্য গ্রামারলি ডিসাবল এনাবল করতে পারবেন।

এক নজরে গ্রামারলি


গ্রামারলি প্রিমিয়ামের সুবিধা


গ্রামারলি প্রিমিয়ামে (Grammarly Pro) আপনি আরও অনোক সুবিধা পাবেন যাতে করে আপনি একেবারে স্থানীয়দের মত করে ইংরেজি লিখতে পাবেন এবং আপনার লেখাকে আরও আকর্ষী করে তুলতে পারবেন। একজন পেশাদার লেখক হয়ে উঠতে চাইলে আপনার Grammarly Pro ব্যবহার করা উচিত। এছাড়াও রয়েছে-
  1. বিস্তারিতভাবে প্লেজিয়ারিজম চেক করার সুবিধা
  2. বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার।
  3. এক্টিভ-প্যাসিভ ভয়েস স্টাইল এর যথাযথ ব্যবহার
পোস্টটির ইংরেজিতে পড়তে পারেন আমাদের ইংরেজি ব্লগ SR Tech Hunter - থেকে

আগামী পোস্টে আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতে গ্রামারলি প্রিমিয়াম একাউন্ট ব্যবহার করবেন।
পরবর্তী পোষ্ট পূর্ববর্তী পোষ্ট
মন্তব্য নেই
মন্তব্য করুন
comment url