এক নজরে দেখুন ICCR স্কলারশিপের জন্য যেভাবে ইংরেজি দক্ষতা পরীক্ষার (EPT) প্রস্তুতি নিবেন

আইসিসিআর ইপিটি প্রস্তুতি ও সহায়ক বই

গত ১৯ শে ডিসেম্বর শেষ হলো ICCR (Indian Cultural and Communication Relationship) স্কলারশিপ এর আবেদন। প্রাথমিকভাবে আবেদকারীদের মধ্য থেকে বাছাই করে ইংরেজি দক্ষতা পরীক্ষা (EPT) নেওয়া হবে এবং উত্তীর্ণদের মাঝ থেকে ৬০ জন পোস্ট গ্রাজুয়েশন এবং ১৪০ জন আন্ডার গ্রাজুয়েশন এর জন্য চূড়ান্ত নির্বাচিত হবেন। একজন স্কলারের জন্য স্কলারশিপ এর মোট অর্থের পরিমাণ ৭ লাখ রুপি বা বাংলাদেশি প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

যাইহোক, দেখা যাক কী কী থাকতে পারে এই EPT -তে। তার আগে বলে নিই, এই EPT এক্সামের কোনো সিলেবাস নেই। প্রত্যেক বছরই প্রশ্নের ধরন হালকা চেঞ্জ হয়। তার উপর ভিত্তি করে সাজানো লিস্ট নিচে দিয়ে দিলাম।

মূল টপিকস

  1. Passage - যা মূলত আমাদের SSC, HSC এর English 1st Paper এর Seen Comprehension এর মতো।
  2. Changing Sentence - Voice, Narration, Degree, Transformation of Sentence এইগুলা থেকে আসতে পারে।
  3. Phrase and Idioms - কমনগুলা রপ্ত করে নিলে ভালো হয়। তবে আনকমন আসবে না এমনও না, যতগুলা পারেন আয়ত্তে রাখবেন।
  4. One Word Substitution - বাংলায় বললে এক কথায় প্রকাশ। যেমন: Murder of a man = Homicide। এটাও বেশি বেশি পড়বেন।
  5. Tag Question - এইটা প্রায় সকলেই পারেন। তবে, Seldom, Hardly ইত্যাদি নেগেটিভ ওয়ার্ড গুলা একটু মনে রাখবেন।
  6. Appropriate Preposition - HSC ইংরেজি ২য় পত্র থেকে অনুশীলন করবেন।
  7. Verbs - এখানে Right form of verbs -এর মূল নিয়মের পাশাপাশি Group verbs, Subject verb arguments -গুলাও রপ্ত করে নিবেন। সহায়ক বই হিসেবে Rules of fill in the blanks বইটি ব্যবহার করতে পারেন।
  8. Rearrange - এইটার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। বাক্য সাজানোর নিয়মের পাশাপাশি ইংরেজি শব্দ ভান্ডারে দক্ষতা রাখতে হবে। Rearrange -এর জন্য সাইফুরস এর বই দেখতে পারেন
  9. Synonym-Antomym -এর জন্য HSC এর English 2nd Paper বইটি পড়তে হবে।
  10. এছাড়া টুকিটাকি রুলস যেমন- Ellipsis, Parallelism ইত্যাদি দেখে রাখুন, কাজে আসতে পারে।
নোট:এত বড় লিস্ট দেখে ভয় পাওয়ার কিছু নেই, মূলত বেসিক ধারণা থাকলেই আপনি ভালো করতে পারবেন।

সহায়ক বই

সহায়ক বই হিসেবে ১)ICCR Scholahip Seekers ২) Rules of fill in the blanks -বইদুটি কিনতে পারেন। আশাকরি বই দুটি নীলক্ষেতে পাবেন। এছাড়া ঢাকা বা ঢাকার বাহিরে যারা আছেন তারা ১ম বইটি রকমারি ডট কম থেকে ১২% ছাড়ে ১৭৬ টাকা + কুরিয়ার চার্জ ৫০ টাকা দিয়ে কিনতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, রকমারিতে এখন নতুন একাউন্ট খুললেই পাবেন ৫০০ পয়েন্ট বা ৫০ টাকা বোনাস। ওয়ালেটে গিয়ে পয়েন্ট ভাঙ্গিয়ে টাকা নিতে পারবেন।
সতর্কতা: কিছু অসাধু ব্যাক্তি বইটি ৩০০-৩৫০ টাকা দামে অনলাইনে বিক্রি করছে, তাই অতিরিক্ত দাম দিয়ে না কিনে রকমারি থেকে বা ঢাকা নীলক্ষেত, চট্টগ্রাম আন্দরকিল্লা ইত্যাদি বই বাজার থেকে বইটি সংগ্রহ করুন। ICCR স্কলারশিপ সম্পর্কিত আর তথ্য পেতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে
পরবর্তী পোষ্ট পূর্ববর্তী পোষ্ট
1 টি মন্তব্য
  • নামহীন
    নামহীন ২৯ জুন, ২০২২ এ ৯:২০ AM

    ধন্যবাদ।

মন্তব্য করুন
comment url