ব্লগারের সেরা থিম জেটথিম প্রো ও মোড ফ্রি ডাউনলোড

ব্লগার জেট থিম আসসালামু আলাইকুম, কেমন আছেন ব্লগার্স বন্ধুরা। আজকে আপনাদের আরেকটু ভালো রাখতে নিয়ে আসলাম ব্লগারের সেরা থিমগুলোর একটি "Jettheme" এর প্রিমিয়াম ভার্সন ও ফ্রি ভার্সনের মডিফাইড ভার্সন যা আমরা বর্তমানে ব্যাবহার করছি। প্রিমিয়াম ভার্সনটি পরিবেশন করছে আজকের আইডিয়া এবং মোডিফাইড থিমটি দেওয়া হচ্চে আমাদের পক্ষ থেকে। যারা ব্লগার দিয়ে নিউজপেপার, ব্যাক্তিগত, টেক ব্লগ খুলতে চাচ্ছেন তারা এই নিউজপেপার ব্লগার থিমটি ফ্রি ডাউনলোড করতে পারেন। তো দেখে নেওয়া যাক কী কী ফিচার্স থাকছে এতে-

ফিচারস

  1. জেট থিমের গুরুত্বপুর্ণ যে ফিচারগুলোর জন্য এটি জনপ্রিয়তা লাভ করেছে তার মধ্যে একটি হলো এর স্পিড। জেট থিমের মোবাইল ও পিসি ভার্সনের স্পিড ৯৫+।
  2. দারুন স্পিডের পাশাপাশি থিমের এসইও স্কোরও একদম পারফেক্ট ১০০। থাকছে টেবিল অফ কন্টেন্ট ও ইন পোস্ট রিলেটেড আর্টিকেল এর মতো এসইও বুস্টিং ফিচার।
  3. এছাড়া এই থিমের ইউআই ও খুব নান্দনিক। খুবই সিম্পল, ফ্রেশ একটি ইউআই রয়েছে, যা ইউজার এক্সপেরিয়েন্স সহজ করে তুলে। থাকছে ডার্ক মোড থিমও।
  4. থিমটিতে বুটস্ট্রাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়েছে, কাজেই খুব সহজেই কাষ্টমাইজ করে নিতে পারবেন।
  5. জেটথিম ডেফিনিটলি একটি এডসেন্স ফ্রেন্ডলি থিম। রয়েছে অনেকগুলো প্রি ডিফাইনড এডস্পেস যাতে করে এডপ্লেসমেন্ট অনেকসহজ করে তুলেছে। এছাড়া এড লেজি লোডিং এর সিস্টেম করা হয়েছে যাতে এড বসালেও স্পিড কমবে না।
  6. থিমটিতে ইমেজ অপ্টিমাইজেশন ও নেক্সট জেনারেশন ইমেজ সার্ভিং ফিচার রয়েছে। (যদিও খুব রিসেন্টলি ব্লগার সেটিংস এ বিল্ট ইন ফিচার হিসেবে লেজি লোডিং ও Webp ইমেজ সার্ভিং এর সেটিং করার সুযোগ করে দিয়েছে)।
  7. প্রিমিয়াম ভার্সনে আপনারা পাবেন সেফলিংক ফিচার। এছাড়া পোষ্ট ভিউ কাউন্টার ও হোম পেজে স্লাইডার সহ বেশ কিছু আকর্ষণীয় উইজেট আছে।
  8. এছাড়া এডমিনদের জন্য সাইটে ডুকলে কিছু টুল থাকছে যা আপনাদের ব্লগ পোষ্ট ম্যানেজমেন্টে সাহায্য করবে।

কাষ্টম ফিচার্স

জেট থিমের ফ্রি ভার্সনটি মোডিফাই করে আমাদের সাইটে ব্যবহার করা হয়েছে। এতে ফ্রি ভার্সেনর সাথে কিছু বাড়তি ফিচার যোগ করা হয়েছে, চলুন দেখে নেওয়া যাক -
  1. হোমপেজে আমরা স্লাইডারের বদলে যুক্ত করেছি এ্যনিমেটেড হিরো সেকশন, যাতে আপনার সাইটটির হোমপেজ ভিজিটরদের কাছে নান্দনিক লাগবে।
  2. হোম ও ব্লগ পেজে রয়েছে প্রয়োজন অনুযায়ী বাড়তি এডস্পেস যা আপনার রিভিনিউ বাড়াতে সাহায্য করবে।
  3. ফ্রি ভার্সনের ফিচার্ড পোষ্ট উইজেটটি আমার ভালো লাগে নি, তাই আমি এটাকে অনেকটা প্রো ভার্সনের উইজেট এর মতো করে মোডিফাই করেছি।
  4. সেফলিংক ফিচার চালু করেছি যাতে যারা ডাউনলোডএবল কন্টেন্ট শেয়ার করেন তারা বাউন্সরেট নিয়ন্ত্রণ ও রেভিনিউ বাড়াতে পারবেন।
  5. ফ্রি ভার্সনের পোষ্ট কার্ডগুলোকে একটু ঘষামাজা করে আরেকটু সুন্দর করার চেষ্টা করেছি।
  6. পোষ্ট ভিউ কাউন্টার যুক্ত করেছি, আশাকরি এটা সাইটের জনপ্রিয়তা ভিজিটরদেরকে জানাতে সাহায্য করবে। যদিও এটা সেটআপ করার জন্য আপনাদের ফায়ারবেজ কনসোলে রিয়েলটাইম ডেটাবেজ খোলা লাগবে।
  7. সম্পূর্ণ থিমট বাংলায় অনুবাদ করা হয়েছে, পেইজিনেশন থেকে পোষ্ট ভিউ কাউন্টার, লিস্ট আইটেমও । ফলে এটি বাংলা সাইটের জন্য অত্যান্ত উপযোগী একটি থিম হবে বলে মনে করি।
আরও কিছু ফিচার ভবিষতে যুক্ত করার ইচ্চা আছে, যেমন রিয়েকশন বা ফিডব্যাক ফিচার এবং হয়তো লগিন ফিচার্স ও যুক্ত করতে পারি।

বেঞ্চমার্ক

থিমটির বিভিন্ন স্কোর আমি চেক করে রেখেছি, এবং আপনারা চাইলে নিচের লিংকগুলোয় ক্লিক করে নিজেও চেক করে দেখতে পারেন। এখানে পেজ স্পিড, এসইও, রেসপন্সিভনেস, ডেটা স্ট্রাকচার ইত্যাদি বেঞ্চমার্ক স্কোর দেওয়া হলো

ডেমো ও ডাউনলোড

নিচে থিমটির অফিশিয়াল ডেমো লিংকস ও ডাউনলোড লিংকস দিলাম। এই থিমে কোনো লকড ফুটার ক্রেডিট নেই। আর অফিশিয়াল লাইসেন্স কিনতে পারবেন এখান থেকে



পেইড কাষ্টমাইজড

আমাদের ব্লগের লেটেষ্ট কাষ্টমাইজড ভার্সনটি ক্রয়ের জন্য এখন উপলভ্য। যেহেতু জেটথিম আমাদের বানানো থিম নয়, বরংচ আমরা শুধু ফ্রি ভার্সনটি কাষ্টমাইজ করে উন্নত করেছি যাতে কিছু এক্সট্রা ফিচার্স ও কোর ওয়েব ভাইটাল স্কোরের উন্নতি হয়েছে, তাই শুধু কাষ্টমাইজ চার্জ বাবদ 8USDT/Single Domain ধরা হয়েছে। এই থিম ব্যাবহারে ইন-শা-আল্লাহ আপনার ব্লগ কোর ওয়েব ভাইটাল (Core Web Vital) পাস করবে

ভিডিও ডেমো

আমাদের চ্যানেলে ২০০০ সাবস্ক্রাইবার পূর্ণ হলে কাষ্টমাইজড থিমটি ফ্রি করে দেওয়া হবে।


ব্লগারের জন্য সেরা থিম কোনটি? জেটথিম ফ্রি ডাউনলোড, জেটথিম প্রো, জেটথিম মোড ফাস্ট লোডিং ব্লগার থিম, এসইও ফ্রেন্ডলি ব্লগার থিম, Best Blogger Theme, সেরা ব্লগার থিম


পোস্টটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আপনাদের লিখা টিউটোরিয়াল আমাদের ব্লগে পাবলিশ করতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। এছাড়াও যুক্ত থাকতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে
পরবর্তী পোষ্ট পূর্ববর্তী পোষ্ট
14 টি মন্তব্য
  • Janifar Liman
    Janifar Liman ২০ জুন, ২০২৫ এ ২:১২ PM

    এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    • রায়হান হোসেন
      রায়হান হোসেন ২১ জুন, ২০২৫ এ ১:৩৩ PM

      Okay, I'll make one soon. (I'll to make within a week)

    • Janifar Liman
      Janifar Liman ২১ জুন, ২০২৫ এ ১১:৩১ PM

      এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    • রায়হান হোসেন
      রায়হান হোসেন ২২ জুন, ২০২৫ এ ৬:৪০ PM

      I'll try making tomorrow. I'm tired from long journey. btw, should i make one on anti adblocker as well?

    • Janifar Liman
      Janifar Liman ২২ জুন, ২০২৫ এ ১০:২৩ PM

      এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    • Janifar Liman
      Janifar Liman ২২ জুন, ২০২৫ এ ১০:৪০ PM

      এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    • Janifar Liman
      Janifar Liman ২২ জুন, ২০২৫ এ ১০:৪৩ PM

      এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    • Janifar Liman
      Janifar Liman ২২ জুন, ২০২৫ এ ১০:৫২ PM

      এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

  • Janifar Liman
    Janifar Liman ২২ জুন, ২০২৫ এ ১০:৩৭ PM

    এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    • Janifar Liman
      Janifar Liman ২৭ জুন, ২০২৫ এ ৩:৫৫ PM

      ভিউ কাউন্টার নিয়ে একটা ভিডিও দিয়েন

    • রায়হান হোসেন
      রায়হান হোসেন ৩০ জুন, ২০২৫ এ ৬:০৫ PM

      ভিউ কাউন্টার নিয়া আপাতত দেওয়া পসিবল না। সেফলিংক এড করে দিছি। রাতে স্ক্রিপ্ট আপলোড করে দিবো

    • Janifar Liman
      Janifar Liman ৩০ জুন, ২০২৫ এ ৬:১৬ PM

      এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    • রায়হান হোসেন
      রায়হান হোসেন ১ জুলাই, ২০২৫ এ ১২:৩৭ PM

      এখানে তো ৪০৪ দেখায়। আর সেফলিংক পেজ ইচ্ছামতো মডিফাই করতে পারবেন, আপনার যা পছন্দ হয়। চাইলে চ্যাট জিপিটি দিয়েও সেফলিংক UI সুন্দর করতে পারেন। আমার UI Sense তেমন ভালো না।

    • Janifar Liman
      Janifar Liman ৩ জুলাই, ২০২৫ এ ১২:২১ AM

      এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

মন্তব্য করুন
comment url