ব্লগারের সেরা থিম জেটথিম প্রো ও মোড ফ্রি ডাউনলোড
আসসালামু আলাইকুম, কেমন আছেন ব্লগার্স বন্ধুরা। আজকে আপনাদের আরেকটু ভালো রাখতে নিয়ে আসলাম ব্লগারের সেরা থিমগুলোর একটি "Jettheme" এর প্রিমিয়াম ভার্সন ও ফ্রি ভার্সনের মডিফাইড ভার্সন যা আমরা বর্তমানে ব্যাবহার করছি। প্রিমিয়াম ভার্সনটি পরিবেশন করছে আজকের আইডিয়া এবং মোডিফাইড থিমটি দেওয়া হচ্চে আমাদের পক্ষ থেকে। তো দেখে নেওয়া যাক কী কী ফিচার্স থাকছে এতে-
ফিচারস
- জেট থিমের গুরুত্বপুর্ণ যে ফিচারগুলোর জন্য এটি জনপ্রিয়তা লাভ করেছে তার মধ্যে একটি হলো এর স্পিড। জেট থিমের মোবাইল ও পিসি ভার্সনের স্পিড ৯৫+।
- দারুন স্পিডের পাশাপাশি থিমের এসইও স্কোরও একদম পারফেক্ট ১০০। থাকছে টেবিল অফ কন্টেন্ট ও ইন পোস্ট রিলেটেড আর্টিকেল এর মতো এসইও বুস্টিং ফিচার।
- এছাড়া এই থিমের ইউআই ও খুব নান্দনিক। খুবই সিম্পল, ফ্রেশ একটি ইউআই রয়েছে, যা ইউজার এক্সপেরিয়েন্স সহজ করে তুলে। থাকছে ডার্ক মোড থিমও।
- থিমটিতে বুটস্ট্রাপ ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়েছে, কাজেই খুব সহজেই কাষ্টমাইজ করে নিতে পারবেন।
- জেটথিম ডেফিনিটলি একটি এডসেন্স ফ্রেন্ডলি থিম। রয়েছে অনেকগুলো প্রি ডিফাইনড এডস্পেস যাতে করে এডপ্লেসমেন্ট অনেকসহজ করে তুলেছে। এছাড়া এড লেজি লোডিং এর সিস্টেম করা হয়েছে যাতে এড বসালেও স্পিড কমবে না।
- থিমটিতে ইমেজ অপ্টিমাইজেশন ও নেক্সট জেনারেশন ইমেজ সার্ভিং ফিচার রয়েছে। (যদিও খুব রিসেন্টলি ব্লগার সেটিংস এ বিল্ট ইন ফিচার হিসেবে লেজি লোডিং ও Webp ইমেজ সার্ভিং এর সেটিং করার সুযোগ করে দিয়েছে)।
- প্রিমিয়াম ভার্সনে আপনারা পাবেন সেফলিংক ফিচার। এছাড়া পোষ্ট ভিউ কাউন্টার ও হোম পেজে স্লাইডার সহ বেশ কিছু আকর্ষণীয় উইজেট আছে।
- এছাড়া এডমিনদের জন্য সাইটে ডুকলে কিছু টুল থাকছে যা আপনাদের ব্লগ পোষ্ট ম্যানেজমেন্টে সাহায্য করবে।
কাষ্টম ফিচার্স
জেট থিমের ফ্রি ভার্সনটি মোডিফাই করে আমাদের সাইটে ব্যবহার করা হয়েছে। এতে ফ্রি ভার্সেনর সাথে কিছু বাড়তি ফিচার যোগ করা হয়েছে, চলুন দেখে নেওয়া যাক -- হোমপেজে আমরা স্লাইডারের যুক্ত করেছি এ্যনিমেটেড হিরো সেকশন, যাতে আপনার সাইটটির হোমপেজ ভিজিটরদের কাছে নান্দনিক লাগবে।
- হোম ও ব্লগ পেজে রয়েছে প্রয়োজন অনুযায়ী বাড়তি এডস্পেস যা আপনার রিভিনিউ বাড়াতে সাহায্য করবে।
- ফ্রি ভার্সনের ফিচার্ড পোষ্ট উইজেটটি আমার ভালো লাগে নি, তাই আমি এটাকে প্রো ভার্সনের উইজেট এর মতো করে মোডিফাই করেছি।
- সেফলিংক ফিচার চালু করেছি যাতে যারা ডাউনলোডএবল কন্টেন্ট শেয়ার করেন তারা বাউন্সরেট নিয়ন্ত্রণ ও রেভিনিউ বাড়াতে পারবেন।
- ফ্রি ভার্সনের পোষ্ট কার্ডগুলোকে একটু ঘষামাজা করে আরেকটু সুন্দর করার চেষ্টা করেছি।
- পোষ্ট ভিউ কাউন্টার যুক্ত করেছি, আশাকরি এটা সাইটের জনপ্রিয়তা ভিজিটরদেরকে জানাতে সাহায্য করবে।
- সম্পূর্ণ থিমট বাংলায় অনুবাদ করা হয়েছে, পেইজিনেশন থেকে কাউন্টার, লিস্ট। ফলে এটি বাংলা সাইটের জন্য অত্যান্ত উপযোগী একটি থিম হবে বলে মনে করি।
বেঞ্চমার্ক
থিমটির বিভিন্ন স্কোর আমি চেক করে রেখেছি, এবং আপনারা চাইলে নিচের লিংকগুলোয় ক্লিক করে নিজেও চেক করে দেখতে পারেন। এখানে পেজ স্পিড, এসইও, রেসপন্সিভনেস, ডেটা স্ট্রাকচার ইত্যাদি বেঞ্চমার্ক স্কোর দেওয়া হলো- লোডিং স্পিড টেস্ট 97/100
- স্ট্রাকচারড ডেটা টেস্ট Good
- রিচ স্নিপেট টেস্ট Good
- মোবাইল ফ্রেন্ডলি Good
- এসইও স্কোর 100
- পেজ সাইজ টেস্ট ~200 KB
ডেমো ও ডাউনলোড
নিচে থিমটির অফিশিয়াল ডেমো লিংকস ও ডাউনলোড লিংকস দিলাম। এই থিমে কোনো লকড ফুটার ক্রেডিট নেই। আর অফিশিয়াল লাইসেন্স কিনতে পারবেন এখান থেকে
ব্লগারের জন্য সেরা থিম কোনটি?
জেটথিম ফ্রি ডাউনলোড, জেটথিম প্রো, জেটথিম মোড
ফাস্ট লোডিং ব্লগার থিম, এসইও ফ্রেন্ডলি ব্লগার থিম
পোস্টটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আপনাদের লিখা টিউটোরিয়াল আমাদের ব্লগে পাবলিশ করতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। এছাড়াও যুক্ত থাকতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে