বিটকয়েন ওয়ালেট খুলার নিয়ম, ছবিসহ বিস্তারিত

বিটকয়েন ওয়ালেট খুলার নিয়ম

বিটকয়েন, ইথুরিয়েম সহ বেশ জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এর কয়েন জমা রাখবার জন্য সবচেয়ে বিশ্বস্ত ও জনপ্রিয় অনলাইন ওয়ালেট ব্যবস্থা কয়েনবেজ। তাই আমি শুধু কয়েনবেজ ওয়ালেট খুলার পদ্ধতি দেখাচ্ছি। তবে আপনি চাইলে জাপো বা ব্লকচেইনেও অ্যাকাউন্ট খুলতে পারেন।

কিভাবে কয়েনবেজ একাউন্ট খুলবেন

কয়েনবেইজে অ্যাকাউন্ট খুলতে এই লিংকে প্রবেশ করুন।


উপরের মত পেজ লোড হবে, সেখানে
  1. নামের প্রথম অংশ
  2. নামের শেষ অংশ
  3. ইমেইল অ্যাড্রেস
  4. পাসওয়ার্ড দিন
  5. ক্যাপচা পূরণ করুন
  6. I agree to the User Agreement and Privacy Policy এ মার্ক করুন
  7. 'Sign Up' এ ক্লিক করুন।

আপনার ইমেইল অ্যাড্রেসে Coinbase থেকে ভেরিফিকেশন লিংক যাবে, তাতে ক্লিক করে ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন করুন।
ভেরিফাই করা হলে কয়েনবেজ এ লগ ইন/সাইন ইন করলে নিচের মত ড্যাসবোর্ড আসবে।

'Account' এ ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন।


এবার 'Get Bitcoin Address' এ ক্লিক করলে নিচের ছবির মত একটি ৩৪ বর্ণের/অক্ষরের Bitcoin Address পেয়ে যাবেন।


এবার এড্রেসটি কোথাও কপি করে সংরক্ষণ করুন এবং বিটকয়েন উইথড্র করতে ব্যবহার করুন ☺।

সিকিওরিটি

কয়েনবেজ একাউন্টের সিওরিটি যথেষ্ট শক্ত, তাই এব্যাপারে নিশ্চিতে থাকতে পারেন। আপনি সেটিং থেকে 2FA (2nd Factor Authentication) চালু করার মাধ্যমে এটিকে আরও শক্ত করতে পারেন।

আপডেট ২০২২

বর্তমানে কয়েনবেজে KYC (Know Your Customer) ভেরিফাই করতে বলা হচ্ছে। যদিও কয়েনবেজের পাশাপাশি বাইন্যান্স এর মতো মার্কেট গুলোও KYC ভেরিফাই করা ছাড়া লেনদেন করতে দিচ্ছে না।

নোট :পারসোনালি ২০২২ এ এসে আমি আপনাকে কয়েনবেজ না ইউজ করাই সাজেস্ট করবো। আমার মতে আপনি মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট (ডি-সেন্ট্রালাইজড) কিংবা বাইন্যান্স (সেন্ট্রালাইজড) এসব ট্রাই করতে পারেন। আমাদের ক্রিপ্টোকারেন্সি বিভাগে কিভাবে এসব ওয়ালেটে একাউন্ট খুলবেন ও বোনাস পাবেন তা নিয়ে পোষ্ট করা আছে। তাছাড়া ইনভেস্ট করার জন্য কিভাবে নতুন ক্রিপ্টোকারেন্সি কিনতে ও স্টোর করতে পারবেন তা নিয়েও পোষ্ট করা হবে।

পোস্টটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আপনাদের লিখা টিউটোরিয়াল আমাদের ব্লগে পাবলিশ করতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন।
পরবর্তী পোষ্ট পূর্ববর্তী পোষ্ট
4 টি মন্তব্য
  •  Kari Flinn
    Kari Flinn ২ নভেম্বর, ২০১৭ এ ১০:০৬ PM

    Thanks for sharing good article.
    Here you find latest good bitcoin wallet sites list and tutorials.
    Best bitcoin wallet sites
    Highest paying bitcoin faucet
    bitcoin PTC sites list
    instant payout bitcoin faucet list

  • নামহীন
    নামহীন ১২ ডিসেম্বর, ২০১৭ এ ১:০৫ AM

    অামার কয়েনবেজ অাছে। অামি এই ট্রেডে নতুন। রিসিভ এড্রেস ই কি অামার ওয়ালেট এড্রেস ??? অার হ্যা এখানে / রিসিভ এড্রেসেতো এক এক বার ভিন্ন ভিন্ন এড্রেস অাসে.... কিছু এপস/সাইট অাছে যেখানে এক উইথড্রয়াল এড্রেস দিলে অার বদলানো যায় না। একটু জানাবেন ভাই.......??????

    • টেক লিজন বিডি
      টেক লিজন বিডি ১২ ডিসেম্বর, ২০১৭ এ ১:২৪ AM

      জ্বি, রিসিভ এড্রেসই আপনার ওয়ালেট এড্রেস। ঐ ওয়ালেট এড্রেসটা কোথাও সংরক্ষন করে রাখুন ( যেমন জিমেইলে ড্রাফট করে)। এই রিসিভ এড্রেস বার বার পরিবর্তন হলেও যখন যে এড্রেসটা পাবেন ঐ এড্রেস দিয়ে রিসিভ করতে পারবেন। কিন্তু সবসময় একটা এড্রেস ব্যবহার করাই ভালো। যেমন আমি সবসময় 1KBV5N6fZAyyQ6stWj9G8VwNg7eo837q** এটা ব্যবহার করি। এতে ঝামলা কম হয়।

    • Reaz Uddin
      Reaz Uddin ৩ জানুয়ারী, ২০১৮ এ ১০:৫৯ AM

      ভাই কি কি উপায়ে টাকা আয় করা সম্ভব??

মন্তব্য করুন
comment url