পাই নেটওয়ার্ক (Pi Network) একাউন্ট খোলা ও পাই কয়েন মাইনিং এর নিয়ম
পাই নেটওয়ার্ক সাম্প্রতিক জনপ্রিয়তা লাভ করা একটি মাইনিং প্লাটফরম যা এর ইউজারদের ফ্রিতে পাই কয়েন মাইন করতে সাহায্য করছে। আজকের পোষ্টে আপনাদের দেখাবো কিভাবে পাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট খুলবেন। সাম্প্রতিক জনপ্রিয়তা লাভ করলেও এই প্রজেক্ট লঞ্চ হয় প্রায় ৫ বছর আগে। আমি ২০২১ সালের দিকে প্রথম পাই কয়েন মাইনিং শুরু করি, কিন্তু সন্দেহ থাকার কারনে ছেড়ে দেই। ২০২২-২৩ এর পাই কয়েন তাদের পাই ওয়ালেট টেষ্টনেট পরীক্ষামুলক কার্যক্রম সম্পন্ন করে এবং ক্লোজড মেইননেট টেষ্টিং শুরু করে। ২০২৬-এর আগেই পাই নেটওয়ার্ক পাই কয়েন মার্কেটে লঞ্চ করবে বলে আাশা করা যায়। মেইননেট প্রস্তুত হওয়ায় আপনারা মাইনিং করা রিয়েল পাই কয়েন (টেস্ট পাই না) ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন। পাই কয়েনের সর্বোচ্চ মার্কেট ক্যাপাসিটি ১০০ বিলিয়ন পাই। পাই নেটওয়ার্ক এর সেল্ফ-রিপোর্ট অনুযায়ী এর বর্তমান মোট ক্যাপাসিটি ৬৮ মিলিয়ন পাই এবং মার্কেট ক্যাপাসিটি ২.৭ বিলিয়ন ডলার, যা এর বাজারদর নির্ধারন করেছে প্রতিটি পাই এর দাম ৩৯ ডলারের মতো (সূত্রঃ কয়েন মার্কেট ক্যাপ)। তবে ভুলেও এই বাজারদর হিসেবে লেনদেন করবেন না, কারন এটি সেল্ফ-রিপোর্টেড তথ্য এবং প্রি-মার্কেট ডেটা সব সময় একুরেট হয় না। এছাড়া আপনি যদি ক্রিপ্টো কারেন্সির জগতে নতুন হোন, তাহলে যেকোনো কয়েনে ইনভেস্ট করার আগে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করে নিন। তো মূল পোস্টে আসা যাক, চলুন দেখাই স্টেপ বাই স্টেপপাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম।
পাই নেটওয়ার্ক এপ ডাউনলোড
পাই কয়েন মাইনিং করতে সবার আগে আপনাকে পাই নেটওয়ার্কের অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আপনার ডিভাইস অনুযায়ী অ্যাপটি ডাউনলোড করে নিন। মনে রাখবেন পাই কয়েন মাইনিং ও ওয়ালেটের জন্য তাদের দুটি এপ রয়েছে এবং এই অ্যাপ ছাড়া অন্য ব্রাউজার বা কোথাও লগিন করবেন না।
- অ্যাপ স্টোর/ প্লে স্টোর: আপনার ফোনের এপ ষ্টোরে Pi Network লিখে সার্চ করলে SocialChain এর এপটি দেখতে পাবেন, তা ইনস্টল করে নিন (iOS or Android)।
- পাই নেটওয়ার্ক ওয়েবসাইটঃ নিচের বাটনটিতে ক্লিক করে পাই নেটওয়ার্কের অফিশিয়াল সাইট হতে পাই নেটওয়ার্ক এপটি ডাউনলোড করে নিতে পারেন।
পাই একাউন্ট খোলার নিয়ম
পাই নেটওয়ার্ক এপ ওপেন করলে নিচের মতো ২/৩ টি অপশন থাকবে, সেখান থেকে একটি সাইন আপ মেথড বেছে নিন-
- Phone Number: আপনার ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে চাইলে এটি ব্যবহার করতে পারেন। যারা US, Canada etc তে থাকেন তারা সহজেই এটার সাহায্যে সাইনআপ করলে কিছু বাড়তি সুবিধা পান।
- Facebook (optional): আপনার সেফ ফেসবুক আইডি দিয়ে চাইলে সাইন আপ করতে পারেন।
- Sign Up with Apple (iOS only):আপনার অ্যাপল ডিভাইস থাকলে এই অপশন দেখতে পাবেন, চাইলে আপনার অ্যাপল আইডি দিয়েও সাইন আপ করতে পারেন।
পরের ধাপে আপনাকে একটি শক্ত পাসওয়ার্ড দু'বার বসাতে হবে।
- First Name: আপনার নামের প্রথম অংশ
- Last Name: আপনার নামের শেষ অংশ ও
- Username: একটি ইউজারনেম বসাতে হবে
সর্বশেষ ধাপে আপনাকে ইনভাইটেশন কোড বসাতে বলবে। এখানে SohanRazzak
কোডটি কপি করে বসাতে পারেন, অথবা No one invitated me বাটনে ক্লিক করে চালিয়ে যান।
ইনভাইটেশন কোড বসানো অপশনাল তবে ইনভাইটেশন কোড বসালে আপনি আর রেফারার দুজনেই ২৫% মাইনিং বুষ্ট পাবেন। যার ইনভাইটেশন কোড বসাবেন এবং আপনি দু'জনেই পাবেন ১ পাই কয়েন (ভেরিফাইড)। এছাড়াও আপনার রেফারারকে সিকিউরিটি সার্কেলে যুক্ত করে পাবেন বাড়তি কিছু মাইনিং বুষ্ট।
অভিনন্দন! আপনি সফলভাবে পাই নেটওয়ার্ক একাউন্ট খুলতে পেরেছেন। এবার মাইনিং সিজন শুরু করতে ডানপাশে থাকা লাইটিং বোল্ট (⚡) চিহ্নে ক্লিক করুন। এভাবে প্রতি ২৪ ঘন্টা পরপর অ্যাপটি ওপেন করে মাইনিং শুরু করবেন। আপনাকে আর অন্য কিছু করতে হবে না, আপনার মাইনিংকৃত কয়েন প্রতিটি সিজন শেষে অ্যাকাউন্টে (ওয়ালেট না) নিজে নিজে জমা হতে থাকবে।
অতিরিক্ত কিছু টিপস্
সিকিউরিটি সার্কেল
পাই নেটওয়ার্কের পায়োনিরদের জন্য সিকিউরিটি সার্কেল মেম্বার যুক্ত করার সুযোগ করেছে। আপনার কন্টাক্টে থাকা মেম্বারদের সিকিউরিটি সার্কেলে যুক্ত করে মাইনিং স্পিড বুষ্ট করতে পারবেন। এছাড়া আপনি যার রেফারে যুক্ত হয়েছেন বা যারা আপনার রেফারে যুক্ত হয়েছে তারা সবাই আপনার সিকিউরিটি সার্কেলে যুক্ত হতে পারবেন।
পায়োনির হবেন কিভাবে?
আপনাকে নূন্যতম ৩০টি মাইনিং সিজন কমপ্লিট করতে হবে পায়োনির হতে হলে। প্রতিদিনে ১টি করে মাইনিং সিজন কমপ্লিট করতে পারবেন। পায়োনির হলে আপনি KYC ভেরিফাই সহ বেশ কিছু সুবিধা পাবেন।KYC ভেরিফিকেশন (অপশনাল)
যদিও পাই ওয়ালেট তৈরি বা ব্যবহার করতে KYC (Know Your Customer) ভেরিফাই করা বাধ্যতামূলক নয়, তবে আপনার মাইনিং করা পাই কয়েন ওয়ালেটে ট্রান্সফার করতে হলে আপনাকে KYC ভেরিফাই করতে হবে। মেইননেট ট্রান্সফারের যে ৯ টি ধাপ আছে তার মধ্যে KYC ভেরিফাই একটি স্টেপ। অনেকেরই KYC করতে সমস্যা হচ্ছে কারণ KYC ভেরিফাই করতে গেলে "Slot Not Available" লিখা আসে। এর একটি কারণ হতে পারে আপনার পাই নেটওয়ার্ক একাউন্টটি খুবই সাম্প্রতিক খোলা হয়েছে। সাধারণত KYC এর জন্য আপনার ৩০-৪৫ টি মাইনিং সিজন পূর্ণ করতে হয় (আমার নিশ্চিত সংখ্যারি মনে আসছে না)। তবে অনেকেই আছেন বছরেরও বেশি সময় ধরে মাইনিং করছেন কিন্তু ভেরিফাই স্লট পাচ্ছেন না, তারা পাই ডেভ টিমের সাথে যোগাযোগ করুন। অথবা আমাকে টেলিগ্রামে জানান।
পাই কয়েন মেইননেট ট্রান্সফার
আপনার মাইনিং করা পাই কয়েন ওয়ালেটে ট্রান্সফার করাকে মাইগ্রেট টু মেইননেট বলা হয়। মেনু থেকে Mainnet > Balance Dashboard এ গেলে Mainnet Checklist পাবেন, সেখানে থাকা ৯টি ধাপ সম্পন্ন করার মাধ্যমে আপনার মাইনিং করা পাই কয়েন ওয়ালেটে ট্রান্সফার হবে অর্থাৎ লেনদেন যোগ্য হবে (আরও দেখুন নিচের মনে রাখুন অংশে)।- মেইননেটে ট্রান্সফার করার জন্য যে ওয়ালেটটি খুলবেন, তার ২৪ শব্দের Passphrase সংরক্ষণ করে রাখুন। এটি হারিয়ে গেলে আপনার ট্রান্সফার হওয়া সকল কয়েনও হারিয়ে যাবে।
- এই Passphrase ভুলেও কারো সাথে শেয়ার করবেন না, এয়ারড্রপ বা যতই লোভ দেখানো হোক। যার কাছে এই ২৪ শব্দের Passphrase আছে, সে খুব সহজেই আপনার পাই কয়েন হাতিয়ে নিতে পারবে।
- মেইননেট ট্রান্সফার হতে ১৪ দিন সময় নিবে সবকিছু ঠিকমতো সম্পন্ন হলে। এর বেশি সময় নিলে সাপোর্টে যোগাযোগ করুন।
পাই কয়েন ওয়ালেট
পাই কয়েন ওয়ালেট তৈরি করতে হলে, আপনাকে পাই ব্রাউজার এপটি আপনার ডিভাইসে ইনস্টল করতে হবে (পাই নেটওয়ার্ক আর পাই ব্রাউজার আলাদা দুটি এপ)। তারপর সেখান থেকে Wallet অপশন থাকবে, সেখান থেকে ওয়ালেট খুলবেন। ওয়ালেট খোলার সময় যে Pass Phrase দিবে তা কখনো কারও সাথে শেয়ার করবেন না, এটা দিয়ে আপনার একাউন্ট এক্সেস করা হয়। সোশ্যাল মিডিয়ায় এয়ারড্রপের নাম করে অনেকেরই পাই ওয়ালেট হ্যাক করার ঘটনা ঘটেছে। ওয়ালেট খুলতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে টেলিগ্রামে জানাতে পারেন, অথবা এই ভিডিওটি দেখতে পারেন।মনে রাখুন
মনে রাখবেন পাই নেটওয়ার্ক পাই কয়েনকে কেন্দ্র করে গড়ে উঠা একটি প্রজেক্ট যা এখনও সম্পূর্ণ হয় নি। বর্তমানে পাই টিম টেষ্টনেট পার হয়ে ক্লোজড মেইননেট টেষ্টিং শুরু করেছে। যেহেতু এটি এখনও পুরোপুরি চালু হয়নি তাই এর ফুল পটেনশিয়াল এখনও বলা যাচ্ছে না। তবে পাই নেটওয়ার্কে সাম্প্রতিক কার্যক্রম এর উপর ভিত্তি করে আমার পাই কয়েনের মার্কেটে ভালো চাহিদা সৃষ্টি হতে পারে বলে মনে হচ্ছে। বর্তমানে পাই নেটওয়ার্কে ৩৫ মিলিয়নের বেশি এক্টিভ ইউজার আছে এবং এ পর্যন্ত ১৩ মিলিয়নের বেশি পাওনির KYC ভেরিফাই করেছেন। তাই ফ্রিতে সহজে যদি কিছু পাই সংগ্রহ করা যায় ক্ষতি কি? অবশ্য আমি কখনোই আপনাদের মার্কেটের অবস্থান না জেনে শুনে পাই কয়েনে ইনভেস্টের জন্য উৎসাহিত করবো না
শেষ কথা
এই টিউটোরিয়ালে আমি আপনাদের কিভাবে পাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে হয় তা স্ক্রিনশট সহ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সফলভাবে পাই কয়েন অ্যাকাউন্ট খুলতে পেরেছেন এবং যদি কোনো সমস্যায় পরেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
পোস্টটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আপনাদের লিখা টিউটোরিয়াল আমাদের ব্লগে পাবলিশ করতে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। এছাড়াও যুক্ত থাকতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে